Friday, January 31, 2014

ইন্টারভিউ বোর্ডে গেলে মনে হয় যেন ইন্টারভিউ দেয়ার জন্য তারা পয়সা দিতেছে বা এরই মধ্যে চাকুরি প্রার্থীকে চাকর হিসেবে নিয়োগ দিয়ে দিয়েছে । সব প্রাইভেট ফার্মেই কেন জানি প্রশ্ন বাদ দিয়ে মাস্তানি শুরু করে । আর যেগুলা ভালো আচরণ করতেছে সেগুলা হল ফকির সব, মার্কেটিং করে পয়সা এনে দিলে বেতন দিবে এই হল শর্ত। তাই খাতিরটাও বেশি।

0 comments:

Post a Comment

 
;